Rath Yatra 2023: রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ, রথযাত্রার পুণ্য তিথিতে শুভেচ্ছা জানান সকলকে

প্রতিবছর আষাঢ় মাসে আয়োজিত হয় রথযাত্রা। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। রাত পোহালেই রথ যাত্রা। এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান সকলকে।

Sayanita Chakraborty | Published : Jun 19, 2023 9:20 PM
110

এই বিশেষ উৎসবে বিশ্বজগতের প্রভু ভগবান জগন্নাথকে সম্মান জানাতে সর্বজনীন ভ্রাতৃত্ব, ভালোবাস, মমতা ও একত্রিত হওয়ার দিনটি পালিত হোক। শুভ রথযাত্রা। - এই বিশেষ উৎসবে শুভেচ্ছা জানান সকলকে। পাঠাতে পারেন এমন বার্তা।

210

জগন্নাথের রথযাত্রা অনন্য উৎসব। চলছে নয় দিনের বার্ষিক উৎসব। আসুন প্রভু জগন্নাথের গৌরব উদযাপন করি। শুভ রথযাত্রা। - এই বিশেষ উৎসবে শুভেচ্ছা জানান সকলকে। পাঠাতে পারেন এমন বার্তা।

310

রথযাত্রার মতোই আনন্দময় হোক প্রতিটি দিন। সুন্দর হোক তোমার জীবন। পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া। শুভ রথযাত্রা। পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে মহা ধুমধামের মধ্যে পালিত হয় এই উৎসব। বছর ভর জগন্নাথ ভক্তরা অধীর অপেক্ষায় থাকেন। এই বিশেষ উৎসবে শুভেচ্ছা জানান সকলকে। পাঠাতে পারেন এমন বার্তা।

410

রথযাত্রা আমাদের ঐতিহ্য ও ঐশ্বরিক আভার প্রতীক। রথযাত্রা শুভ উপলক্ষে সকলের জন্য প্রভুর কাছে রইল প্রার্থনা। ঈশ্বর সকলের মঙ্গল করুক এবং সকলের সব ইচ্ছে পূরণ করুন। - যে কোনও পরিচিত ব্যক্তিকে লিখতে পারেন এই বার্তা। রথযাত্রার দিন সকাল সকাল পাঠান এই বার্তা। দিন শুরু হোক ভগবানের আরাধনা করে।

510

এই রথযাত্রায়, ভগবান জগন্নাথের আশীর্বাদ তোমার ওপর পড়ুক। তোমার জীবন সুখ শান্তি ও আনন্দে পরিপূর্ণ থাকুক। শুভ রথযাত্রা। প্রতিবছর আষাঢ় মানে আয়োজিত হয় রথযাত্রা। উৎসবের শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে। এই বিশেষ উৎসবে শুভেচ্ছা জানান সকলকে। পাঠাতে পারেন এমন বার্তা।

610

সকল দুঃখ ভুলে গিয়ে রথযাত্রার আনন্দে মেতে উঠুক সবার মন। রইল রথযাত্রার শুভেচ্ছা। - প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানের রাজা। এই বিশেষ উৎসবে শুভেচ্ছা জানান সকলকে। পাঠাতে পারেন এমন বার্তা।

710

ভগবান জগন্নাথের আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক সকল দুঃখ কষ্ট। ব্যথা-বেদনা, পাপ ও অন্যায়। রথযাত্রায় সকলকে জানানই শুভেচ্ছা। ওড়িশার রাজা ইন্দ্রদ্যুন্ম স্বপ্নে বিষ্ণু মন্দির গড়ার নির্দেশ পেয়েছিলেন। সেখানে চালু হয় রথযাত্রা। এই বিশেষ উৎসবে শুভেচ্ছা জানান সকলকে। পাঠাতে পারেন এমন বার্তা।

810

আপনার সমস্ত কঠিন সময় শেষ হয়ে আসুক ও আপনি সমৃদ্ধি, সুখের বর্ষণ করুন। সর্বোচ্চ কর্তৃত্বের প্রার্থনায় নিজেকে নিয়োজিত করুন। - সকলের মঙ্গল কামনায় পাঠান এমন শুভেচ্ছা বার্তা। এই বিশেষ তিথিতে সর্বত্র জগন্নাথ দেবের আরাধনা হলেও বছরের এই নির্দিষ্ট সময় আলোকিত হয়ে ওঠে পুরী।

910

তোমার মনের সকল আশা যেন পূর্ণ হয়। ভগবান জগন্নাথের আশীর্বাদে তুমি সুখে শান্তিতে থাকো। এই কামনা নিয়ে জানাই রথের শুভেচ্ছা। - জৈষ্ঠ্য পূর্ণিমার দিন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে ১০৮টি কলসির জল দিয়ে স্নান করানো হয়। এই থেকে শুরু হয় উৎসব। এই বিশেষ দিনে পাঠান শুভেচ্ছা।

1010

ভগবান জগন্নাথের হাত সর্বদা আপনার মাথায় থাকুক। সুখ ও সমৃদ্ধি আপনার সঙ্গে থাকুক। আপনার সকল চাওয়া পূরণ হোক। ওড়িশার প্রচীন পুঁথি ব্রক্ষ্মাণ্ডপুরাণ অনুসারে সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা। এই বিশেষ উৎসবে শুভেচ্ছা জানান সকলকে। পাঠাতে পারেন এমন বার্তা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos