রথযাত্রার মতোই আনন্দময় হোক প্রতিটি দিন। সুন্দর হোক তোমার জীবন। পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া। শুভ রথযাত্রা। পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে মহা ধুমধামের মধ্যে পালিত হয় এই উৎসব। বছর ভর জগন্নাথ ভক্তরা অধীর অপেক্ষায় থাকেন। এই বিশেষ উৎসবে শুভেচ্ছা জানান সকলকে। পাঠাতে পারেন এমন বার্তা।