শীতকালে ঘর গরম রাখার সহজ উপায়! জেনে নিয়ে সহজ উপায়ে শীতে আরামে থাকুন

 

প্রাকৃতিকভাবে ঘরকে উষ্ণ রাখার কিছু সহজ উপায় জেনে নেওয়া যাক।

 

Deblina Dey | Published : Dec 7, 2024 3:27 PM
16

শীতকাল এসে গেছে। দিন দিন ঠান্ডা বেড়েই চলেছে। শুধু বাইরেই নয়, ঘরেও ঠান্ডা অনুভূত হয়। এই ঠান্ডায় সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। প্রাকৃতিকভাবে ঘরকে উষ্ণ রাখার কিছু সহজ উপায় জেনে নেওয়া যাক।

26


 

শীতকালেও রোদ উঠবেই। সেই সময় সূর্যের আলো ঘরে ঢুকতে দিন। যতটা সম্ভব রোদের উত্তাপ ঘরে আসুক। এর জন্য পর্দা সরিয়ে জানালা খুলে দিন।

36

বাইরের ঠান্ডা হাওয়া ঘরে ঢুকলে ঘর ঠান্ডা হয়ে যায়। তাই ঠান্ডা হাওয়া আটকাতে মোটা পর্দা ব্যবহার করুন।

46

সাধারণত সিলিং ফ্যান ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তখন ঠান্ডা হাওয়া দেয়। বাজারে এমন ফ্যান পাওয়া যায় যা দুই দিকেই ঘোরে। শীতকালে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে গরম হাওয়া দেবে।

56

যতটা সম্ভব ঘরে কার্পেট ব্যবহার করুন। টাইলস খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। টাইলসের উপর কার্পেট ঠান্ডা অনেকটা কমিয়ে দেয়।

66

রান্না করার সময় প্রথমেই এক্সস্ট ফ্যান চালু করি। এতে রান্নাঘরের তাপ বাইরে চলে যায়। শীতকালে এক্সস্ট ফ্যান না চালানোই ভালো।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos