মশা কি শুধু বেছে বেছে আপনাকেই কামড়াচ্ছে? জানুন এর পিছনে কী কারণ লুকিয়ে রয়েছে

পুরুষ নয়, মহিলা মশাই রক্ত পান করে। কিন্তু তাও আবার নিজের জন্য নয়। প্রত্যেক মায়ের মতই 'মশা মা'ও সন্তানের জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্তপান করে। 

গ্রীষ্ণের হাওয়া দিতে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। এমনিতেই কলকাতাসহ শহরতলীতে মশার জ্বালায় অতিষ্ট। শীতকাল জানলা দরজা বন্ধ করে তাও কিছুটা রেহাই পাওয়া যায়। কিন্তু গ্রীষ্ণ থেকে বর্ষা হয়ে শরৎকাল পর্যন্ত মশার জ্বালায় অতিষ্ট হয়ে ওঠে জীবন। কিন্তু আপনি কি একটা জিনিষ খেয়াল করে দেখেছেন? একসঙ্গে অনেক জন মিলে একজায়গায় বসে রয়েছেন, সেখানে বেছে বেছে মশায় বেশি কামড়াচ্ছে নির্দিষ্ট কয়েক জনকে। অনেকেই আবার বেজাড় মুখে বলতে শুরু করে মশা যেন বেছে বেছে আমাকেই কামড়ায়। এটা কিন্তু সত্যি কামড়ানোর ব্যাপারে মশাদেরও পছন্দ অপছন্দ রয়েছে। তবে তা নির্ভর করে বেশ কতগুলি বিষয়ের ওপর। একনজরে জেনেনিন সেগুলি কী? 


পুরুষ নয়, মহিলা মশাই রক্ত পান করে। কিন্তু তাও আবার নিজের জন্য নয়। প্রত্যেক মায়ের মতই 'মশা মা'ও সন্তানের জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্তপান করে। কারণ রক্তপান করে মশা নিজের সন্তানদের শক্তিশালী করতে চায়। মশা যদি রক্তা পান না করে তাহলে ডিম থেকে কখনই মশার জন্ম হবে না।  সেই কারণে  'মশা মা'র নজর থাকে ভালো রক্ত বা ফ্রেস ব্লাডের দিকে। 

Latest Videos

মশা মানুষ বেছে বেছে রক্তখায়- এটা কিন্তু বিজ্ঞানে প্রমাণিত। ২০১৪ সালে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছিন মশারা বেছে বেছে কিছু মানুষেরই রক্ত বেশি পান করে। অন্যদের তুলনায় রেহাই দেয়। এক কিছু কারণ রয়েছে। 

প্রথম কারণ-
মানুষের দেহ থেকে এমন কিছু রাসায়নিক নির্গত হয়ে যা স্ত্রী মশাকে বেশি আকৃষ্ট করে। যারমধ্যে অন্যতম হল ল্যাক্টিক অ্যাসিড। এই রাসায়নিক মশাদের উৎসাহিত করে রক্তপান করার জন্য । 
দ্বিতীয় কারণ-
রক্তের গ্রুপ। বিজ্ঞানীদের কথায় মশারা সাধারণত 'O'  ,'A' ,'B'- এই তিনটি ব্লার্ডগ্রুপের মানুষকে বেশি কামড়ায়। তবে অন্য ব্লাড গ্রুপের মানুষদের যে ছেড়ে দেয় এটা কিন্তু ঠিক নয়। তুলনায় এই তিনটি ব্লাডগ্রুপের মানুষদেরই বেশি পছন্দ করে মশরা। 
তৃতীয় কারণ-
যেসব মানুষ বেশি ঘামেন তাদের মশরা বেশি কামড়ায়। বিজ্ঞানীদের কথায় ঘামের গন্ধ মশাদের বেশি আকৃষ্ট করে। 
চতুর্থ কারণ- 
মশারা সাধারণত গর্ভাবতী মহিলাদের বেশি কামড়ায়। কারণ এজাতীয় মহিলাদের শরীরে রক্তচলাচল বেশি হয়। সেই কারণে রক্তপান করতেই সুবিধে হয় মশাদের। 

একদল বিজ্ঞানীর দাবি যারা বেশি খাবার খান তাদের মশারা বেশি কামড়ায়। এজাতীয় মানুষদের শরীরে রাসায়নিক প্রতিক্রিয়া বেশি হয়। একাধিক রায়াসনিক তৈরি হয়। সেই কারণে মশাদের আকৃষ্ট করে। যাইহোক বিজ্ঞানীদের কথায় এই ধারনা ভ্রান্ত যে ডিপ রঙের জামাকাপড় পরলে মশা বেশি কামড়ায়।  

সস্তার মুনস্টোন সারিয়ে দিতে পারবে আপনার মনের অসুখ, দেখুন চন্দ্রকান্তের কত গুণ

শ্রীফলেই সংসারের শ্রীবৃদ্ধি হবে, হলুদ কাপড়ে মোড়া নারকেল এভাবে রাখলে ঘরে আসে টাকা পয়সা

ভিনগ্রহীর সঙ্গে যৌন মিলনে গর্ভাবতী মহিলা, সামনে এল অবাক করা মার্কিন প্রতিরক্ষার নথি

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল