বিপজ্জনক কাজের পরিস্থিতি, অনিরাপদ আবাসন, পুষ্টিকপ খাবারের অভাব, ক্ষুধার সমস্যার মতো নানা সমস্যায় প্রতি নিয়ত ভুগে চলেছেন দরিদ্ররা। দারিদ্র্য বিশ্বের সবচেয়ে জটিল সামাজিক সমস্যা। এই সকল সমস্যা সমাধানের বার্তা দিতে ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস।
পালিত হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস। প্রতি বছর ১৭ অক্টোবর দিনটি পালিত হয় এই বিশেষ দিন হিসেবে। বিশ্ব ব্যাপী দারিদ্র্য, হিংসা ও খিদে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ও সতর্কতা প্রচারে পালিত হয় দিনটি। বিপজ্জনক কাজের পরিস্থিতি, অনিরাপদ আবাসন, পুষ্টিকপ খাবারের অভাব, ক্ষুধার সমস্যার মতো নানা সমস্যায় প্রতি নিয়ত ভুগে চলেছেন দরিদ্ররা। দারিদ্র্য বিশ্বের সবচেয়ে জটিল সামাজিক সমস্যা। এই সকল সমস্যা সমাধানের বার্তা দিতে ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস।
ফ্রান্সের প্যারিসে ১৯৮৭ সালে এই দিনটির সূচনা হয়। দিনটি দারিদ্র্যের শিকার যে সকল ব্যক্তি তাদের সম্মান রক্ষার্থে উদ্যোগ নিয়েছিল। ১৯৯২ সালে, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ১৭ অক্টোবরকে দারিদ্র্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। এই বছর দারিদ্র্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবসের ৩০ তম বার্ষিকী হিসেবে পালিত হচ্ছে। এই দিনটি দারিদ্র্যের শিকার ব্যক্তিদের সম্মান জানায়। এই দিন সকল দরিদ্র ব্যক্তিদের সুযোগ সুবিধা দেখাই হল আসল উদ্দেশ্য।
সারা বিশ্ব মানবজীবনকে প্রভাবিত করে এমন দারিদ্র্যের সমস্যা সম্পর্কে কথোপকথন শুরু করতে ও সচেতনতা বাড়াতে পালিত হচ্ছে দিনটি। আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবসে এমন লোকেদেরও সম্মান জানানো হয় যারা দারিদ্রের মধ্যে বসবাস করছে ও তাদের দৈননন্দিন জীবনের সঙ্গে লড়াই করছে। সমাজের এই কঠিন সমস্যা প্রসঙ্গে সতর্ক হন সকলে। সঙ্গে এই দারিদ্র্যতা নিবারণের পথে অগ্রসর হন। সতর্কতা প্রচার করুন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে। এই বিশেষ দিনে সকলকে পাঠানো শুভেচ্ছা বার্তার মধ্যে থাকুক বিশেষ বার্তা। রইল কয়টি বিশেষ বার্তার হদিশ। দেখে নিন এই বিশেষ দিনে কী কী লিখতে পারেন।
১. আরাধনার জন্য দীর্ঘ সময় ক্ষুধার্ত রুটির চেয়ে খালি করা যথেষ্ট কঠিন।
২. যে কোনও জায়গার ভয়াবহ দারিদ্র্য সর্বত্র মানব নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। দারিদ্র্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
৩. ইতিহাস ধনীদের দ্বারা লেখা হয়, আর তাই সব কিছুর জন্য দরিদ্রদের দোষ দেওয়া হয়। - জেফরি ডি. শ্যাক্স, অর্থনীতিবিদ।
৪. যে কোনও জায়গায় চরম দারিদ্র্য সর্বত্র মানব নিরাপত্তার জন্য হুমকি। কফি আনান, জাতিসংঘের সপ্তম মহাসচিব।
৫. আপনি যা দেননি তা সত্যিই আপনার হবে না।– সিএস লুইস, লেখন ও খ্রিস্টান ক্ষমাপ্রার্থী।
আরও পড়ুন- প্রায়শই ভুগছেন কোমরে ব্যথার সমস্যায়? এই পাঁচ কাজ থেকে বিরত থাকুন, মিলবে উপকার
আরও পড়ুন- দিন শুরু করুন এই বিশেষ পানীয় দিয়ে, ত্বক হবে উজ্জ্বল, রইল পাঁচটি পানীয়ের হদিশ
আরও পড়ুন- পুজোর মরশুমে সোনায় সোহাগা, হু হু করে দাম কমছে সোনার, রূপোর দামে বড় চমক