ফার্মাসিটিক্যালস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া, পিএমবিআই, ফার্মাসিটিক্যালস বিভাগের তত্ত্বাবধানে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নিয়ে সারা দেশ জুড়ে সপ্তাহব্যাপী চতুর্থ জনৌষধি (Jan Aushadhi) দিবস পালিত করছে। এই সপ্তাহ উদযাপনের উদ্দেশ্য, জেনেরিক ওষুধের ব্যবহার ও জনৌষধি পরিকল্পনার সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।
চলছে জনৌষধি দিবস সপ্তাহ। ১ থেকে ৭ মার্চ প্রতি বছরই পালিত হয় এই দিবস। এবছর পালিত হচ্ছে চতুর্থ জনৌষধি (Jan Aushadhi) দিবস। এবছরের ভবনা- ‘জনৌষধি জন উপযোগী’। ফার্মাসিটিক্যালস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া, পিএমবিআই, ফার্মাসিটিক্যালস বিভাগের তত্ত্বাবধানে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নিয়ে সারা দেশ জুড়ে সপ্তাহব্যাপী চতুর্থ জনৌষধি (Jan Aushadhi) দিবস পালিত করছে। এই সপ্তাহ উদযাপনের উদ্দেশ্য, জেনেরিক ওষুধের ব্যবহার ও জনৌষধি পরিকল্পনার সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।
প্রধানমন্ত্রীর এই প্রকল্প উপলক্ষে প্রতিবছর আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান (Program) ও আলোচনা সভা। সম্প্রতি, শ্রীনগরে একটি অনুষ্ঠানের আয়োজিত হয়েছিল। যেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশের মারফত এই প্রকল্প প্রসঙ্গে সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধি করা হয়।
আসলে, আমরা সকলেই ভালো মানের ওষুধের অনুসন্ধান করি। সাশ্রয়ী মূল্য সকলেই তা কিনতে চান। তবে, সব সময় ভালো মানের ওষুধ সাশ্রয়ী মূল্যে কেনা সম্ভব হয় না। কিন্তু, এবার তা বাস্তবায়িত হওয়া সম্ভব। প্রধানমন্ত্রী (PM) জনৌষধি প্রকল্প চালু করে এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। এই প্রকল্প গ্রহণ করলে ফার্মাসিস্ট (Pharmacist) ও ক্রেতা উভয়ই লাভবান হবে। ২০০৮ সালে প্রথম এই যোজনা চালু হয়। বর্তমানে প্রতিবছর ১ থেকে ৭ মার্চ পালিত হয় জনৌষধি দিবস।
জনৌষধী স্টোর খোলার জন্য প্রয়োজন-
জনৌষধী স্টোর খোলার আবেদন করার আগে এই কয়টি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। যেখানে দোকান খোলা হয়েছে, তার ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি আওতাধিন হতে হবে। দোকান খুলতে প্রয়োজন ১২০ বর্গ ফুট একটি দোকান। তাছাড়া, আবেদনকারীকে একটি সক্রিয় টিআইএন একটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স কিনতে হবে। বিক্রির লাইসেন্সের (License) সঙ্গে বরাবর নম্বর থাকতে হবে। সঙ্গে শেষ তিন বছরের আয়ের সঠিক তালিকা থাকতে হবে।
সাশ্রয়ী মূল্যে জেনেরিক মেডিসিন ক্রয়ের জন্য কেন্দ্রীয় সরকারের সার ও রসায়ন মন্ত্রক ২০০৮ সালে প্রধানমন্ত্রী (PM) ভারতীয় জনৌষধি পরিযোজনার সূচনা করেন। এই পরিযোজনার অধীনে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশ জুড়ে ৭৩৯টি জেলায় মোট ৮,৬৭৫ টি ক্রয় গডডে উঠেছে। সরকারের লক্ষ্য, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই সংখ্যা বাড়িটে ১০ হাজার ৫০০ করার। সারা দেশ জুড়ে ৩৯জন ডিস্ট্রিবিউটর আছেন।
আরও পড়ুন- স্পেশ্যাল হয়ে উঠুক নারী দিবস, জেনে নিন কী করবেন, রইল সহজ কয়টি টোটকা
আরও পড়ুন- 'স্ত্রী ইউক্রেনিয়ান, সরকারি ব্যবস্থায় তাঁকে প্লেনে নেওয়া যাবে না', চাঞ্চল্যকর অভিযোগ