বাচ্চা ডিম খেতে না-চাইলে কী করবেন, কী খাওয়াবেন

  • আজকাল অনেক বাচ্চা ডিম খেতে চায় না
  • অথচ ওই বয়সে প্রোটিনের প্রয়োজন খুব বেশি
  • তাই ডিমের বিকল্প হিসেবে বেছে নিতে পারেন কিছু জিনিস
  • কলা, দই, দুধ, পনির, সোয়াবিন ডিমের ঘাটতি পূরণ করে

Sabuj Calcutta | Published : Mar 2, 2020 11:42 AM IST

বাচ্চা ডিম খেতে না-চাইলে কী করবেন, কী খাওয়াবেন

ছোটদের মস্তিষ্কের বিকাশে ডিমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ডিম খুব ভাল একটি সুষম খাদ্য় এতে রয়েছে ভাল পরিমাণে প্রোটিন রয়েছে নানারকম ভিটামিন, মিনারেল তাই মিড-ডে মিলের পাতেও একখানা করে ডিম খুব জরুরি বলে মনে করা হয়

Latest Videos

বাচ্চারা এমনিতে ডিম যে পছন্দ করে না তা কিন্তু নয় কিন্তু, কিছু বাচ্চা  আবার ডিমের গন্ধ একেবারেই নিতে পারে না সেক্ষেত্রে ওই ছোট বয়সে ডিম যে পুষ্টি দিতে পারে, তার থেকে বঞ্চিত হয় শিশু তখন অনেক মা-বাবাই চিন্তিত হয়ে পড়ে যদিও ডিম না-খেলে চিন্তার কিছু নেই যদি একবার জেনে নেওয়া যায়, ডিমের বিকল্প হিসেবে কী কী  খাওয়ানো দরকার আপনার বাচ্চাকে

আপনার বাচ্চাকে নিয়মিত, পারলে রোজই একটা কলে কলা খাওয়ান কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার বাচ্চার বিকাশে খুব কার্যকরী এছাড়াও, এনার্জি জোগাতে কলার সত্য়িই কোনও বিকল্প নেই সস্তার ফল, বারোমাসই পাওয়া যায় ছোটদের কোষ্ঠকাঠিন্য় দূর করতেও কলা খুব উপকারী

জানবেন, সুষম খাদ্য় হিসেবে ডিম যদি দু-নম্বরে থাকে, তাহলে এক নম্বরে রয়েছে দুধ খাবারের এমন কোনও উপাদান নেই, যা দুধে থাকে না তাই আপনার বাচ্চাকে প্রতিদিন একগ্লাস করে দুধ খাওয়ান কোনও কোনও বাচ্চা আবার দুধ খেতে চায় না সেক্ষেত্রে দুধে চকোলেট বা স্ট্রবেরি ফ্লেভার মিশিয়ে  দিতে পারেন দেখবেন চোঁ-চোঁ করে দুধ খেয়ে নেবে আপনার বাচ্চা

দই, বিশেষ করে টকদই এক অর্থে দধেরও বিকল্প, আবার ডিমেরও বিকল্প।  দইতে থাকে প্রচুর পরিমাণে ক্য়ালশিয়ামযা ছোট-বড় নির্বিশেষে সকলের দরকারহাড়ের স্বাস্থ্য়রক্ষা করে এই ক্য়ালশিয়ামটকদইতে থাকে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকএটি পেটের পক্ষে ভীষণ উপকারীকোষ্ঠকাঠিন্য় রোধ করে, হজম ভাল করেএই প্রোবায়োটিক আমাদের অন্ত্রে থাকে উপকারী ব্য়াকটেরিয়া হিসেবেকিন্তু নানা কারণে এর পরিমাণ কমে গেলে অনেক সমস্য়া হয়তাই টকদই নিয়মিত খাওয়ান আপনার বাচ্চাকে

আপনার বাচ্চা ডিম না-খেলে শরীরে যে পুষ্টির ঘাটতি দেখা দেবে, তা আপনি পূরণ করতে পারেন পনির দিয়েও।  পনিরে ভালো পরিমাণে রয়েছে প্রোটিন এছাড়াও রয়েছে নানা পুষ্টিগুণপনিরের নানা পদ বাচ্চাদের কাছে বেশ লোভনীয় কিন্তু

সবশেষে বলি সোয়াবিনের কথা প্রাণীজ প্রোটিনের মধ্য়ে যেমন ডিম, উদ্ভিজ্জ প্রোটিনের মধ্য়ে তেমন সোয়াবিন নিরামিষ প্রোটিনের মধ্য়ে সোয়াবিনকে সেরা বললেও অত্য়ুক্তি হয় না সোয়াবিন নানাভাবে খাওয়া যায় নিউট্রিলার তরকারি তো একটি লোভনীয় পদ  সপ্তাহে অন্তত বারতিনের ঘুরিয়ে ফিরিয়ে সোয়াবিনের পদ রান্না করুন আপনার বাচ্চার প্রোটিনের ঘাটতি নিশ্চয় দূর হবে

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি