সময় এসেছে সচেতনতা বাড়ানোর, ২০১৯ বিশ্ব মেন্সট্রুরাল হাইজিন দিবস-এই সংকল্পেই ব্রত

  • বাড়াতে হবে জনসচেতনতা
  • সুস্থ থাকতে খাদ্য তালিকায় বদল

বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বিভাগে একদিকে যখন প্রথম সারির তালিকায় মেয়েদের নাম উঠে আসে, তখনই অপরদিকে প্যাডম্যান-এর মতন ছবিরও প্রয়োজন হয়ে পরছে, সরকারে পক্ষ থেকে চলছে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টাও। মেয়েদের শিক্ষার আলোকে নিয়ে আসতে, স্বাবলম্বী করতে, কাটিয়ে তুলতে হবে সামাজিক বৈষম্য। কেবলমাত্র শহুরে জীবন যাপনে উন্নয়নে ছোঁয়া নয়, গ্রামীণ মেয়েদের জীবনযাপনেও পরিবর্তন আনা প্রয়োজন। যেকোনও মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ পাওয়া মাত্রই প্রতিবছরই তাদের প্রাপ্ত নম্বর প্রতিযোগীর মুখে ফেলে দেয় শহরের পড়ুয়াদের। এই সকল ছাত্রীদের দিকে যদি সময় থাকতে এই দিনগুলিতে আরও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, তবে তাদের সমস্যা অনেকাংশে লাঘব হয়।

২৮শে মে প্রতি বছরই পালন করা হয় বিশ্ব মেন্সট্রুরাল হাইজিন দিবস। এই দিনে বিভিন্ন জায়গায় জনসচেতনতা গড়ে তোলার একটি ছোট পদক্ষেপও যথেষ্ট। মেয়েদের এই কয়েকটি দিনে শরীরের ২০ থেকে ৮০ এম.এল. রক্ত ক্ষরণ হয়ে থাকে। এই সময় খাদ্য তালিকায় সামান্য বদল ঘটানো উচিৎ, তাহলেই শরীরের অনেকটা ক্লান্তি দুর হয়ে যায়।

Latest Videos

এই কয়েকটি দিন খাদ্য তালিকা কোন খাবারগুলো থাকা বাঞ্চনীয়ঃ

 এই কয়েকটা দিন সঠিক পরিচর্যার মধ্যে না থাকলে শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়বে। তাই প্রতি মাসেই এই বিশেষ দিনে নিজের প্রতি খেয়াল রাখা এবং ভবিষ্যৎ গড়ার পথে সুস্থ শরীরে এগিয়ে যাওয়াই লক্ষ্য হওয়া উচিৎ।

Share this article
click me!

Latest Videos

এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today