প্রায় সবক্ষেত্রেই হার ১৫-১'এ, তারপরেও পাক-দাবি তারাই জয়ী! কেন জানেন

  • আন্তর্জাতিক ন্যায় আদালতে কুলভূষণ মামলার রায় বের হল
  • রায় ভারতের পক্ষেই গিয়েছে
  • আন্তর্জাতিক মহলও তাই বলেছে
  • তবু পাকিস্তানের দাবি জয় তাদেরই

আলাদা করে বলার কিছু নেই, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার - আন্তর্জাতিক ন্যায় আদালতে কুলভূষণ মামলার রায় গিয়েছে ভারতের পক্ষেই। তবু জানিয়ে রাখা ভাল, আন্তর্জাতিক মহলও ভারতেরই জয় দেখেছে বুধবারের রায়ে। আন্তর্জাতিক আদালতের দক্ষিণ এশিয় আইনি পরামর্শদাতা রীমা ওমরও টুইট করে তাইই জানিয়েছেন। এরপরেও পাক সরকার দাবি করল আদালতের রায়ে জয় নাকি তাদেরই হয়েছে।

কেন এই দাবি করছে তারা? কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত করা হলেও তাঁকে পুরোপুরি মুক্ত করতে বলেনি আদালত। বলা হয়েছে গোটা মামলাই পর্যালোচনার জন্য। অপরাধ ও রায় পুনর্বিবেচনার জন্য়। আর তাতেই পাকিস্তান মনে করছে তাদের জয় হয়েছে। অন্তত প্রকাশ্যে সেইরকমই দাবি করছে।

Latest Videos

এদিন রায় বের হওয়ার পর পাক সরকারের সরকারি টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে এই রায় পাকিস্তানের জন্য বড় জয়। কারণ ভারতের আবেদন ছিল কুলভূষণ-কে মুক্তি দেওয়ার। আদালত তাতে সম্মত হয়নি। অথচ এই একটি বিষয় বাদ দিলে প্রায় অধিকাংশ পাক যুক্তিই ১৫-১ ভোটে খারিজ হয়ে গিয়েছে আদালতে।

পাকিস্তানের পরবর্তি পদক্ষেপ কি হবে? পাক বিদেশ দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক মহলের এক দায়িত্ববান সদস্য। তাই তারা আইন অনুযায়ীই পরবর্তি পদক্ষেপ নেবে চলবে। বিদেশ দফতরেও দাবি কুলভূষণকে মুক্ত করেনি আদালত, তাই তারাই জিতেছে। আদালতের পক্ষে-বিপক্ষের রায় গণনা তো তা বলছে না, তবে কীভাবে জিতল পাকিস্তান, বাউন্ডারি গণনায়?

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024