মাটি নয় কাগজের দুর্গা পূজিত হবে গাঙ্গুলীবাগানের অরুণোদয়ে। খড় মাটি নয় এবারের আকর্ষণ পরিবেশ বান্ধব দুর্গামূর্তি। ছাঁচ ছাড়াই শিল্পীর হাতের জাদুতে সেজে উঠছেন মা দুর্গা।
মাটি নয় কাগজের দুর্গা পূজিত হবে গাঙ্গুলীবাগানের অরুণোদয়ে। খড় মাটি নয় এবারের আকর্ষণ পরিবেশ বান্ধব দুর্গামূর্তি। ছাঁচ ছাড়াই শিল্পীর হাতের জাদুতে সেজে উঠছেন মা দুর্গা। পাটুলি ঘোষপাড়ায় শিল্পী দেশরাজ দাস-এর পরিকল্পনার বাস্তব রূপায়ণ। শিল্পীরর কথায়, খবরের কাগজের এই মূর্তি খুব হালকা ও দাম অনেক কম। আগামিকাল বিকেলে অরুণোদয়-এর মণ্ডপে পৌঁছাবে এই দুর্গামূর্তি।