ম্যাচের ৩৫ মিনিটের মাথায় মেসির অসাধারণ পাস। মেসির থ্রু থেকে গোল করে প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন নাহুয়েল মলিনা। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে দলের হয়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মেসি।
'মেসির মতো গোলের সুযোগ তৈরি করার ক্ষমতা কারও নেই', শেষ চারের লড়াইয়ের আগেই একথা শোনা গিয়েছিল ডাচ কোচ লুইস ভান গালের মুখে। তাঁর আশঙ্কা সত্যি করে আরও একবার নিজের জাত চেনালেন লিও মেসি। তিনি নিজে গোল করলেন, সতীর্থদের দিয়ে গোল করালেন। একের পর এক গোলের সুযোগ তৈরি করে দিলেন দলকে। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় মেসির অসাধারণ পাস। মেসির থ্রু থেকে গোল করে প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন নাহুয়েল মলিনা। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে দলের হয়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মেসি। অবশেষে টাইব্রেকারে গোল করে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ চারের ছাড়পত্র পায় আর্জেন্টিনা।
ভান গালের আশঙ্কাকে সত্যি করে লিও মেসি প্রমাণ করলেন তাঁর মতো গোলের সুযোগ তৈরি করার ক্ষমতা কারও নেই। কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগেই মেসিকে নিয়ে চিন্তায় ছিলেন ডাচ কোচ। আর্জেন্টিনার মতো শক্তির মোকাবিলা করা যে খুব সহজ হবে না সেবিষয় আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি। ম্যাচের আগেই লুই ভান গাল বলেছিলেন,'মেসি মতো গোলের সুযোগ তৈরি করার ক্ষমতা আর কারও নেই। ওঁ শুধু নিজেই গোল করে না, বরং দলকেও প্রচুর গোলের সুযোগ করে দেয়।' শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। মেসির ৩৫ মিনিটের পাসটি বারবারই সেই কথাকে সত্যি বলে প্রমাণ করছে।
সাল ১৯৭৪, প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৪-০ গোলে হারে আর্জেন্টিনা। তারপর দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় দুই দল, সাল ১৯৭৮। এই ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তারপরে ১৯৯৮ সালে ফের মুখোমুখি হয় দুই দল। এই ম্যাচে ফের নেদারল্যান্ডসের কাছে হার হয় আর্জেন্টিনার। নীল সাদা জার্সিধারীদের ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় নেদারল্যান্ডস। ২০০৬ সালে ফের আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচে গোলশূন্য ড্র হয়। তারপর ২০১৪ সালে ফের সামনাসামনি দুই দল। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ২০২২ সালে সেই ইতিহাসেরই পূণরাবৃত্তি করে ফের ডাচদের হারিয়ে সেমিফাইনালে মেসিরা।
আরও পড়ুন -
গোল করলেন, করালেন মেসি, নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনালে আর্জেন্টিনা
এমবাপেকে থামানোই চ্যালেঞ্জ, ফ্রান্সের বিরুদ্ধে কঠিন লড়াই ইংল্যান্ডের
টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল