বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত বিভাগে প্রথমবার সোনা জয় ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে মহিলাদের কম্পাউন্ড বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারত। এই প্রতিযোগিতায় প্রথমবার সোনা জিতল ভারত। এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামহল।

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মহিলা তিরন্দাজরা। শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে এই ঐতিহাসিক সাফল্য এনে দিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি গোপীচাঁদ স্বামী ও পরণীত ভেন্নাম। ফাইনালে শীর্ষবাছাই মেক্সিকোকে উড়িয়ে দিয়ে সোনা জিতল ভারত। ফাইনালে একপেশে লড়াইয়ে ভারতের পক্ষে ফল হয় ২৩৫-২২৯। দলকে ঐতিহাসিক সাফল্য এনে দেওয়ার পর জ্যোতি বলেন, ‘আমরা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে এগোচ্ছিলাম। এই পদ্ধতি মেনে এগিয়ে যাওয়ার দিকে মন দিয়েছিলাম আমরা। আমরা এর আগে যথেষ্ট রুপো পেয়েছিলাম। আমরা ঠিক করি, এবার সোনা জিতব। আমাদের সোনা জেতা শুরু হল। আমরা আরও পদক জিতব।’

চ্যাম্পিয়ন ভারতীয় দলের কনিষ্ঠতম সদস্যা অদিতির বয়স মাত্র ১৭ বছর। সম্প্রতি অনূর্ধ্ব-১৮ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন অদিতি। এবার সিনিয়র পর্যায়ে দলগত বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর অদিতি বলেছেন, 'এটা আমাদের কাছে বিশেষ মুহূর্ত। প্রথম স্বর্ণপদক জেতা এবং ভারতের পতাকা সবার উপরে উড়তে দেখার অনুভূতি অসাধারণ।'

Latest Videos

ন্যাশনাল হাই পারফরম্যান্স ডিরেক্টর সঞ্জীবা সিং বলেছেন, 'এটা ঐতিহাসিক মুহূর্ত। সেমি-ফাইনালে কলম্বিয়া ও ফাইনালে মেক্সিকোকে হারিয়ে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হলাম। কম্পাউন্ড আর্চারিতে কলম্বিয়া ও মেক্সিকো বিশ্বের অন্যতম সেরা। ফলে আমাদের কৃতিত্ব আরও বেশি। আগামী কয়েক বছরে আমরা আরও উন্নতি করব। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ইন্ডোর স্পোর্ট (১৮ মিটার ও ২৫ মিটার) হিসেবে জায়গা পেতে পারে কম্পাউন্ড আর্চারি। সেটা হলে আমাদের উন্নতি হবে।'

১৯৮১ সালে ইটালিতে প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে যোগ দেয় ভারত। কিন্তু এতদিন এই প্রতিযোগিতায় সোনা জিততে পারেনি ভারত। এবারই প্রথম সোনা এল। প্রি-কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিরুদ্ধে জয় পায় ভারত। এরপর কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইকে ২২৮-২২৬ ফলে হারিয়ে দেয় ভারত। এরপর সেমি-ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ২২০-২১৬ ফলে জয় আসে। ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধেও সহজ জয় পেল ভারত।

বার্লিনে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এই প্রতিযোগিতায় মোট ১১টি পদক পেয়েছিল ভারত। এর মধ্যে ৯টি রুপো ও ২টি ব্রোঞ্জ ছিল। এই নিয়ে টানা ৪ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের কম্পাউন্ড আর্চারি বিভাগে পদক পেল ভারত। ২০১৭, ২০২১ সালে রুপো পেয়েছিল ভারত। ২০১৯ সালে ব্রোঞ্জ পেয়েছিল ভারত।এবার সোনা এল। ৪ বারই ভারতীয় দলের সদস্য থাকলেন জ্যোতি। 

আরও পড়ুন-

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ১০০ মিটার হার্ডলসে নতুন জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ জ্যোতির

কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম ভরসা বাপি হাঁসদা

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন