বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত বিভাগে প্রথমবার সোনা জয় ভারতের

Published : Aug 05, 2023, 12:49 AM ISTUpdated : Aug 05, 2023, 12:56 AM IST
World Archery Championships 2023

সংক্ষিপ্ত

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে মহিলাদের কম্পাউন্ড বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারত। এই প্রতিযোগিতায় প্রথমবার সোনা জিতল ভারত। এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামহল।

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মহিলা তিরন্দাজরা। শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে এই ঐতিহাসিক সাফল্য এনে দিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি গোপীচাঁদ স্বামী ও পরণীত ভেন্নাম। ফাইনালে শীর্ষবাছাই মেক্সিকোকে উড়িয়ে দিয়ে সোনা জিতল ভারত। ফাইনালে একপেশে লড়াইয়ে ভারতের পক্ষে ফল হয় ২৩৫-২২৯। দলকে ঐতিহাসিক সাফল্য এনে দেওয়ার পর জ্যোতি বলেন, ‘আমরা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে এগোচ্ছিলাম। এই পদ্ধতি মেনে এগিয়ে যাওয়ার দিকে মন দিয়েছিলাম আমরা। আমরা এর আগে যথেষ্ট রুপো পেয়েছিলাম। আমরা ঠিক করি, এবার সোনা জিতব। আমাদের সোনা জেতা শুরু হল। আমরা আরও পদক জিতব।’

চ্যাম্পিয়ন ভারতীয় দলের কনিষ্ঠতম সদস্যা অদিতির বয়স মাত্র ১৭ বছর। সম্প্রতি অনূর্ধ্ব-১৮ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন অদিতি। এবার সিনিয়র পর্যায়ে দলগত বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর অদিতি বলেছেন, 'এটা আমাদের কাছে বিশেষ মুহূর্ত। প্রথম স্বর্ণপদক জেতা এবং ভারতের পতাকা সবার উপরে উড়তে দেখার অনুভূতি অসাধারণ।'

ন্যাশনাল হাই পারফরম্যান্স ডিরেক্টর সঞ্জীবা সিং বলেছেন, 'এটা ঐতিহাসিক মুহূর্ত। সেমি-ফাইনালে কলম্বিয়া ও ফাইনালে মেক্সিকোকে হারিয়ে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হলাম। কম্পাউন্ড আর্চারিতে কলম্বিয়া ও মেক্সিকো বিশ্বের অন্যতম সেরা। ফলে আমাদের কৃতিত্ব আরও বেশি। আগামী কয়েক বছরে আমরা আরও উন্নতি করব। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ইন্ডোর স্পোর্ট (১৮ মিটার ও ২৫ মিটার) হিসেবে জায়গা পেতে পারে কম্পাউন্ড আর্চারি। সেটা হলে আমাদের উন্নতি হবে।'

১৯৮১ সালে ইটালিতে প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে যোগ দেয় ভারত। কিন্তু এতদিন এই প্রতিযোগিতায় সোনা জিততে পারেনি ভারত। এবারই প্রথম সোনা এল। প্রি-কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিরুদ্ধে জয় পায় ভারত। এরপর কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইকে ২২৮-২২৬ ফলে হারিয়ে দেয় ভারত। এরপর সেমি-ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ২২০-২১৬ ফলে জয় আসে। ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধেও সহজ জয় পেল ভারত।

বার্লিনে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এই প্রতিযোগিতায় মোট ১১টি পদক পেয়েছিল ভারত। এর মধ্যে ৯টি রুপো ও ২টি ব্রোঞ্জ ছিল। এই নিয়ে টানা ৪ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের কম্পাউন্ড আর্চারি বিভাগে পদক পেল ভারত। ২০১৭, ২০২১ সালে রুপো পেয়েছিল ভারত। ২০১৯ সালে ব্রোঞ্জ পেয়েছিল ভারত।এবার সোনা এল। ৪ বারই ভারতীয় দলের সদস্য থাকলেন জ্যোতি। 

আরও পড়ুন-

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ১০০ মিটার হার্ডলসে নতুন জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ জ্যোতির

কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম ভরসা বাপি হাঁসদা

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত