থিম পুজোর সাথে তাল মিলিয়ে এবার মাটির প্রতিমার সাথে সাথে চাহিদা বেড়েছে ফাইবার গ্লাসের প্রতিমার, এইবার একাধিক থিমের পূজোয় ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা তৈরিতে বরাত পেয়ে দত্তপুকুর অঞ্চলের ফাইবার গ্লাসের কর্মরত শিল্পী থেকে কর্মচারীদের মুখে চওড়া হাসি ফুটেছে
এবার মাটির প্রতিমার সাথে সাথে চাহিদা বেড়েছে ফাইবার গ্লাসের প্রতিমার | দত্তপুকুর এলাকার বেশ কিছু মানুষ ফাইবার গ্লাসের বিভিন্ন রকম কাজ করে | দু বছর কোভিড পরিস্থিতিতে তাদের আর্থিক অনটনে পড়তে হয়েছিল | এবার একাধিক থিমের পূজোয় ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা তৈরিতে বরাত পেয়েছে তারা | চওড়া হাসি ফুটেছে শিল্পী থেকে কর্মচারীদের মুখে |