প্রতিবছরই রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দেয় মায়ের ডাকের গহনা। এই ডাকের সাজের গহনা তৈরিতে সুনাম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ঝুরিয়া গ্রামের | দ্রবমূলের বাজারে ঝিমিয়ে রয়েছে এই শিল্প। কোন মতে সংকটে চলছে কাজ।
প্রতিবছরই রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দেয় মায়ের ডাকের গহনা | এই ডাকের সাজের গহনা তৈরিতে সুনাম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ঝুরিয়া গ্রামের | পূজোর তোড়জোড় শুরু হয়ে গেলেও দ্রবমূলের বাজারে ঝিমিয়ে রয়েছে এই শিল্প | দ্রব্যমূল্যের বাজারে প্রবল অনটনে ডাকের সাজের শিল্পের সঙ্গে জড়িত কারিগররা | তবু অভাব কে সঙ্গি করে মায়ের গহনা তৈরি করে চলেছেন ওরা | ওদের একটাই আবেদন সরকার মুখ তুলে তাকাক |