বসিরহাট টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হসপিটাল পাড়ার টাকি গভমেন্ট হাইস্কুলের ক্লাস সিক্সের ছাত্র কুনাল মন্ডল, সে দক্ষতার নৈপুণ্যতায় গড়ে তুলছে দুই ফুটের দুর্গা প্রতিমা, সেই প্রতিমা দেখতে দর্শনার্থীরা ভিড় জমিয়েছে কুনালের বাড়িতে।
টাকি গভমেন্ট হাইস্কুলের ক্লাস সিক্সের ছাত্র কুনাল মন্ডল | সে দক্ষতার নৈপুণ্যতায় গড়ে তুলছে দুই ফুটের দুর্গা প্রতিমা | বসিরহাট টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হসপিটাল পাড়ার তার বাড়ি | গত তিন বছর ধরে দুর্গা প্রতিমা তৈরি করছে সে | এ বছর সে কয়েকটি দুর্গা প্রতিমা বিক্রি করেছিল | একটি প্রতিমা সে বাড়িতেই প্যান্ডেল করে পুজো করছে | এই প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা