বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবার একাধিক পুজোর উদ্বোধন করলেন । ষষ্ঠীর পুজোর মধ্য দিয়ে একদিকে ঢাক বাজালেন ,নৃত্যের তালে নাচলেন পাশাপাশি দেবী দুর্গার কাছে ফুল মিষ্টি দিয়ে পুজো দিলেন নুসরত এবং মায়ের কাছ থেকেও আশীর্বাদ নিলেন।
বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবার একাধিক পুজোর উদ্বোধন করলেন।বসিরহাটের প্রান্তিক ক্লাব, বদরতলা রিট্রেশন ক্লাব ও মিলন সংঘ, সবুজ সংঘ সহ একাধিক ক্লাবে সংসদ অভিনেত্রী নুসরত দুর্গাপুজোর উদ্বোধন করলেন। নুসরত ছাড়াও চেয়ারম্যান অদিতি মিত্র বসিরহাট সাংগঠনিক জেলার আই এনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, সবুজ হালদার সকলেই উপস্থিত ছিলেন ।ষষ্ঠীর পুজোর মধ্য দিয়ে একদিকে ঢাক বাজালেন ,নৃত্যের তালে নাচলেন পাশাপাশি দেবী দুর্গার কাছে ফুল মিষ্টি দিয়ে পুজো দিলেন নুসরত এবং মায়ের কাছ থেকেও আশীর্বাদ নিলেন। পুজোর উদ্বোধনের পাশাপাশি বাংলার মানুষকে সম্প্রীতির বার্তা দিলেন সাংসদ অভিনেত্রী। ঢাক ও নৃত্যের তালে পুজোর মধ্য দিয়ে উভয় সম্প্রদায় সম্প্রীতির এক উৎসব বলে তিনি জানিয়েছেন। নুসরতকে দেখতে একদিকে যেমন ভিড় জমেছিল অন্যদিকে সকলেই প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলছেন। সমস্ত সম্প্রদায়কে এক সুরে শান্তি শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন নুসরত।