১০৪ তম বর্ষে পদার্পণ করল বাগবাজার সার্বজনীন, উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো এটি , এই পুজোকে কেন্দ্র করে জমে ওঠে আড্ডাস্থল
একশো বছরেরও পুরনো উত্তর কলকাতার বাগবাজারের পুজো। মায়ের ডাকের সাজ এই পুজোর সেরা আকর্ষণ সঙ্গে খাবারের সেরা সন্ধান। চপ, ফিস ফ্রাই, কবিরাজি, রোল- অফুরন্ত খাওয়া দাওয়া এই পুজোকে ঘিরে। সঙ্গে জমাটি আড্ডাস্থল হয়ে ওঠে এই পুজোকে কেন্দ্র করে।