আর কিছুক্ষন পর রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল, শহরজুড়ে সাজো সাজো রব , জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
আর কিছুক্ষন পর রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল, শহরজুড়ে সাজো সাজো রব , জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি , এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে কম বেশি ৯৯টি দুর্গা পুজো উপস্থিত থাকবে এই কার্নিভালে |
হাজার হাজার মানুষ উপস্থিত হবেন কার্নিভাল দেখতে ৷ তাদের বসার ব্যবস্থা ও একইসঙ্গে ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি প্রশাসন ।