বাংলার দুর্গাপূজাকে বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো, এবার ফ্রান্সের তিন ইঞ্জিনিয়ার এসেছেন কলকাতায় এই উৎসব দেখার জন্য
বাংলার দুর্গাপূজাকে বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো | এবার ফ্রান্সের তিন ইঞ্জিনিয়ার এসেছেন কলকাতায় এই উৎসব দেখার জন্য | এছাড়াও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ জি.এম.আই.টি.তে ঢুঁ মারেন এঁরা | ফ্রান্সের বাসাতি নামক একটি কম্পানিতে কর্মরত এই ইঞ্জিনিয়াররা | পুজোর কটা দিন কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে প্যান্ডেল হপিং করবেন |