‘আড্ডা’ যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ পুজোই শুধু নয়, এটি দেশের তথা ইউরোপের একমাত্র মণ্ডপের পুজো, যা আয়োজিত হয় প্রখ্যাত স্লাউ ক্রিকেট ক্লাবে। ২০২২-এ ‘আড্ডা’ সংস্থার এক দশক পূর্তি, তাই এবারের দুর্গাপুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবছরের অন্যতম প্রধান আকর্ষণ দেবীপ্রতিমায় সাবেকিয়ানার সাথে আধুনিকতার মেলবন্ধন। প্রতিমা বানিয়েছেন হাওড়ার নবীন শিল্পী গৌরব পাল।
এবারের পুজোতে দশ বছর পালন করতে কলকাতা থেকেও যোগদান করেছেন বহু গণ্যমান্য ব্যক্তিরা। পুজোর আগে ৪ সেপ্টেম্বর এসেছিলেন প্রখ্যাত গায়ক তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়, তাঁর গল্প ও গানের ডালি নিয়ে। একই ভাবে ৮ ই অক্টোবর বিজয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গায়ক তথা পরিচালক অঞ্জন দত্ত, সঙ্গীত পরিচালক নীল দত্ত এবং প্রখ্যাত গিটার বাদক অমিত দত্ত।