এবার ৩৮ বছরে পদার্পণ করল এফ ডি ব্লকের দুর্গা পুজো। প্রতি বছর দুর্গা পুজোতেই নতুন নতুন ভাবনায় মণ্ডপ তৈরি করা হয় সল্টলেকের এই এফ ডি ব্লকের পুজোতে। এবারে এই ব্লকের থিম 'শাপমোচন'।
এবার ৩৮ বছরে পদার্পণ করল এফ ডি ব্লকের দুর্গা পুজো। প্রতি বছর দুর্গা পুজোতেই নতুন নতুন ভাবনায় মণ্ডপ তৈরি করা হয় সল্টলেকের এই এফ ডি ব্লকের পুজোতে। এবারে এই ব্লকের থিম 'শাপমোচন'। মূলত বাঁশ ও পাট দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। যার মাধ্যমে আমেরিকার এক উপজাতির জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। কাল্পনিক এই গ্রামের প্রেক্ষাপটে ফুটিয়ে তোলা হয়েছে এই উপজাতির শাপমোচনের কাহিনী। তবে, মণ্ডপের দুর্গার রুপে রয়েছে বনেদিয়ানার ছোঁয়া। এফ ডি ব্লকের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখনই সাধারণের জন্য খুলে দেওয়া হয়নি মণ্ডপ।