দক্ষিণ কলকাতার অন্যতম পুজো কমিটি শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব, শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব এর পুজো এবার ৮৬ তম বর্ষে পা দিল, এবছর শিবমন্দিরের থিম 'বিশ্বাস' ।
স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব’। এই বিশ্বাসকে অবলম্বন করেই মানুষ এগিয়ে যায় আগামীর দিকে। সেই বিশ্বাসকে বুকে আঁকড়ে এই বছরের মাতৃবন্দনায় সামিল দক্ষিণ কলকাতার অন্যতম পুজো কমিটি শিবমন্দির। শিবমন্দিরের পুজোর ৮৬ তম বর্ষে সেই বিশ্বাসকেই তুলে ধরছে ক্লাব কমিটি। পুজো উদ্যোক্তাদের দাবি এই নশ্বর জীবনের সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনিই মানুষের পাপ পুণ্য ন্যায় নীতির বিচারক। তাঁর আরাধনায় মানুষ তাঁকে কাছে পেতে চায়, আঁকড়ে রাখতে চায় বুকের কাছে। পুজো যায়-পুজো আসে। এই যাতায়াতের মধ্যেই মানুষের বিশ্বাস টিঁকে থাকে যে সেই পরম শক্তি রয়েছেন। সেই বিশ্বাস নিয়ে জীবনের পথ চলা। মানুষ মানত করে, প্রার্থনা করে আর বিশ্বাস করে যে তা শুনতে পান ঈশ্বর। দুর্দিনে সে আশা করে ঈশ্বর তাঁকে এনে দেবে সুদিন।