হাবড়া হিজলপুকুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার ৭৪ তম বর্ষে পদার্পণ করল, তাদের এবারের থিম ' কেমন আছে ওরা ?'
হাবড়া হিজলপুকুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার ৭৪ তম বর্ষে পদার্পণ করল, তাদের এবারের থিম ' কেমন আছে ওরা ?' করোনার দু'বছর পরে একদম সাধারন দিনমজুর থেকে শুরু করে ছোট ছোট কুটির শিল্পর সঙ্গে যারা যুক্ত তারা কেমন আছেন তা নিয়ে তাদের এই ভাবনা ।
এছাড়াও মায়ের গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা