দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য বিগ বাজেটের দুর্গাপূজা গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপূজা । এই পূজা এবছর ৪৫ তম বর্ষে পদার্পণ করল , এ বছরের থিম 'নিরুদ্দেশের খোঁজে'
দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য বিগ বাজেটের দুর্গাপূজা গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপূজা | এবারের তাদের ভাবনা 'নিরুদ্দেশের খোঁজে' | পাট আঁশ দিয়ে ও পাটের সমস্ত কিছু দিয়ে তৈরি হচ্ছে মডেল থিম | এই থিমের উদ্দেশ্য মানুষের জীবন থেকে যেসব কিছু হারিয়ে গেছে সেগুলি এই থিমের মাধ্যমে তুলে ধরা | গঙ্গারামপুর ফুটবল ক্লাবের এবছরের বাজেট ২০ লক্ষ টাকা | প্রসঙ্গত এই ক্লাব প্রতিবছর জেলার সেরা শিরোপা পায় | পুজো উপলক্ষে প্রতিবছরের মত এবছর ও মেলা বসবে | সেখানে পূজার পাঁচদিনই থাকবে দিদি নাম্বার ওয়ানের আদলে বিভিন্ন রকম খেলা বলে জানান পূজা কমিটির সদস্য