৮৬ তম বর্ষে জগৎ মুখার্জি পার্ক দুর্গাপুজো। এবছর পুজোর থিম 'বর্ষা মঙ্গল'। বর্ষা ঋতুর নানা দিক এখানে তুলে ধরা হয়েছে। লাল ও কালো ছাতা দিয়ে মণ্ডপের প্রবেশ পথ সাজানো হয়েছে। ছোট ছোট কাগজের নৌকা ও জেলেদের জাল দিয়ে একদিক সাজানো হয়েছে। এখানে মায়ের হাতে ত্রিশূল ও অন্য ৮ টি হাতে পদ্মফুল রয়েছে। দৃশ্যায়নে সেরার স্বীকৃতি পেয়েছে জগৎ মুখার্জী পার্ক।
৮৬ তম বর্ষে জগৎ মুখার্জি পার্ক দুর্গাপুজো। এবছর পুজোর থিম 'বর্ষা মঙ্গল'। বর্ষা ঋতুর নানা দিক এখানে তুলে ধরা হয়েছে। লাল ও কালো ছাতা দিয়ে মণ্ডপের প্রবেশ পথ সাজানো হয়েছে। ছোট ছোট কাগজের নৌকা ও জেলেদের জাল দিয়ে একদিক সাজানো হয়েছে। এখানে মায়ের হাতে ত্রিশূল ও অন্য ৮ টি হাতে পদ্মফুল রয়েছে। দৃশ্যায়নে সেরার স্বীকৃতি পেয়েছে জগৎ মুখার্জী পার্ক।