আজ মহাষ্টমী, বাড়ির দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি দিলেন কোয়েল মল্লিক। কোয়েলের স্বামী নিসপাল রানে এবং সন্তান কবিরকেও দেখা গেল মল্লিক বাড়ির পুজোয়। সস্ত্রীক রঞ্জিত মল্লিক উপস্থিত ছিলেন বাড়ির ঠাকুর দালানে। মল্লিক বাড়ি কলকাতার অন্যতম বনেদি পুজোর একটি। দেবী দুর্গাকে স্বাগত জানিয়েছে মল্লিক পরিবার। এই সময়টা কোয়েল বরাবরই পরিবারের সঙ্গে কাটান। এবারও একইভাবে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কখনও কখনও সপরিবারে ফটোশ্যুট করছেন নায়িকা।
আজ মহাষ্টমী, বাড়ির দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি দিলেন কোয়েল মল্লিক। কোয়েলের স্বামী নিসপাল রানে এবং সন্তান কবিরকেও দেখা গেল মল্লিক বাড়ির পুজোয়। সস্ত্রীক রঞ্জিত মল্লিক উপস্থিত ছিলেন বাড়ির ঠাকুর দালানে। মল্লিক বাড়ি কলকাতার অন্যতম বনেদি পুজোর একটি। দেবী দুর্গাকে স্বাগত জানিয়েছে মল্লিক পরিবার। এই সময়টা কোয়েল বরাবরই পরিবারের সঙ্গে কাটান। এবারও একইভাবে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কখনও কখনও সপরিবারে ফটোশ্যুট করছেন নায়িকা।