শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। গত বার শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোয় ব্যাপক ভিড় হয়েছিল। এবার অবশ্য আগে থেকেই মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন, 'রাস্তা যেন বন্ধ না হয়।' রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পাড়ার পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং। এদিন এই পুজো উদ্বোধনের পর সুজিতের উদ্দেশে মমতা বলেন, 'লোকে প্লেন ধরতে পারল না, রাস্তায় বেরোতে পারল না এমন যেন না হয়।' বিধাননগর কমিশনারেটের নতুন সিপি গৌরব শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'তুমি দেখবে। ও যদি রাস্তা বন্ধ করে, আমাকে জানাবে। বিশ্ববাংলা থেকে আমি ওকে তখনই ঘ্যাচাং ফু করে দেব।' সঙ্গে দাবি, তিনি প্রত্যেক মুহূর্তের খবর রাখেন।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। গত বার শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোয় ব্যাপক ভিড় হয়েছিল। এবার অবশ্য আগে থেকেই মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন, 'রাস্তা যেন বন্ধ না হয়।' রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পাড়ার পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং। এদিন এই পুজো উদ্বোধনের পর সুজিতের উদ্দেশে মমতা বলেন, 'লোকে প্লেন ধরতে পারল না, রাস্তায় বেরোতে পারল না এমন যেন না হয়।' বিধাননগর কমিশনারেটের নতুন সিপি গৌরব শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'তুমি দেখবে। ও যদি রাস্তা বন্ধ করে, আমাকে জানাবে। বিশ্ববাংলা থেকে আমি ওকে তখনই ঘ্যাচাং ফু করে দেব।' সঙ্গে দাবি, তিনি প্রত্যেক মুহূর্তের খবর রাখেন।