এক ফুটের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিল দুই খুদে। বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুই ছাত্র এই দুর্গা মূর্তি বানিয়েছে। অষ্টম শ্রেণীর সায়ন মল্লিক ও সপ্তম শ্রেণীর অনিক মল্লিক দীর্ঘ একমাস ধরে এই মূর্তি বানিয়েছে। সম্পর্কে তারা দুই ভাই। ইছামতি নদীর মাটি, বিচুলী ও পাট গাছের ফেসো দিয়ে এই দুর্গা মূর্তি বানিয়েছে। টিফিনের পয়সা জমিয়ে ঠাকুরের চুল, টোপর ও রং কিনেছে। বাড়িতে নিজেরাই মণ্ডপ তৈরি করে পুজোও করছে। এই কাণ্ড দেখে সকলেই ভিড় জমাচ্ছে।
এক ফুটের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিল দুই খুদে। বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুই ছাত্র এই দুর্গা মূর্তি বানিয়েছে। অষ্টম শ্রেণীর সায়ন মল্লিক ও সপ্তম শ্রেণীর অনিক মল্লিক দীর্ঘ একমাস ধরে এই মূর্তি বানিয়েছে। সম্পর্কে তারা দুই ভাই। ইছামতি নদীর মাটি, বিচুলী ও পাট গাছের ফেসো দিয়ে এই দুর্গা মূর্তি বানিয়েছে। টিফিনের পয়সা জমিয়ে ঠাকুরের চুল, টোপর ও রং কিনেছে। বাড়িতে নিজেরাই মণ্ডপ তৈরি করে পুজোও করছে। এই কাণ্ড দেখে সকলেই ভিড় জমাচ্ছে।