আনুমানিক ২৫০ বছর ৬টি মৌজা কিনে চন্দ্রমোহন পাল শুরু করেন জমিদারী, ইন্দাসেও জমিদারি শুরু করার সাথে সাথেই শুরু হয় পারিবারিক দুর্গাপুজো।সেই পাল বংশের দুর্গাপুজোর ইতিহাস নিয়ে আজও বাঁকুড়ার ইন্দাস থানার সোমসারে দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় এক প্রাসাদ। পুরানো ভগ্নপ্রায় প্রাসাদে আজও হয়ে চলেছে দুর্গাপূজা
আনুমানিক ২৫০ বছর ৬টি মৌজা কিনে চন্দ্রমোহন পাল শুরু করেন জমিদারী, ইন্দাসেও জমিদারি শুরু করার সাথে সাথেই শুরু হয় পারিবারিক দুর্গাপুজো। পুজোর চারদিন চলত যাত্রাপালা, পুতুলনাচ, রামলীলা
জমিদারি চলে গেছে বহুদিন। পারিবারিক কাপড়ের ব্যবসাও আর নেই। । বর্তমানে জমিদারির বনেদিয়ানা হারালেও সোমসার জমিদার বাড়ির নাটমন্দির এখনো মেতে ওঠে পুজোর আনন্দে । সেই পাল বংশের দুর্গাপুজোর ইতিহাস নিয়ে আজও বাঁকুড়ার ইন্দাস থানার সোমসারে দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় এক প্রাসাদ।