রাখাল মহারাজের ঘোষ বাড়ির পুজো ৩২৪ বছরে পা দিল,শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র ছিলেন রাখাল মহারাজ, পুজোর কটা দিন এখানে সব সম্প্রদায়ের মানুষ ঠাকুর দাড়ালে ভিড় জমান
ঘোষ বাড়ির এই দুর্গা পুজো ৩২৪ বছরে পা দিল | আকবরের রাজত্বে ১৭০০ খ্রিস্টাব্দে এই পুজো শুরু হয় | এখানে একটি ৩২৩ বছরের প্রতিমার পুরনো কাঠামো রয়েছে | শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র ছিলেন রাখাল মহারাজ | রাখাল মহারাজ আবার এই পুজো শুরু করেছিলেন | রাখাল মহারাজ বলেছিলেন দেখিস এই পুজো যেন বন্ধ না হয় | পুজোর কটা দিন এখানে সব সম্প্রদায়ের মানুষ ঠাকুর দাড়ালে ভিড় জমান | পাশাপাশি প্রসাদ থেকে বিভিন্ন ভোজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সব সম্প্রদায়ের মানুষ | আট বেয়ারা কাঁধে চড়ে নিজেদের গ্রাম্য পুকুরে কলার ভেলায় চরে দেবী দুর্গা বিসর্জন হয় |