বন্ধ করে দেওয়া হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। সপ্তমীর রাতেই প্রবল জনস্রোত। এই প্রথম ভিড়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো যা কয়েক দশক ধরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
এই পুজো কমিটির সদস্যদের দাবি এটি কেবল একটি পুজোই নয়, এটি বাংলার দুর্গা পূজার একটি মুখ যার রাজনৈতিক মানচিত্রেও এক বিশাল ইতিহাস রয়েছে। প্রশাসন দর্শক প্রবেশ বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা রীতিমত হতাশ বলে জানান পুজো কমিটির সদস্যরা। হতাশা প্রকাশ করেছেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সভাপতি সজল ঘোষও। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই পুজো বন্ধ করে দেওয়া হয়।