আজ মহালয়া, গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা ৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ। কলকাতার শোভাবাজার ঘাটে তর্পণের ভিড় উপচে পড়ছে। ভোরের আলো ফোটার আগেই শোভাবাজার ঘাটে বাড়ছে ভিড়। তর্পণ থেকে পূর্ব পুরুষদের পিণ্ডদান, পারলৌকিক ক্রিয়া সেরে নিচ্ছেন সকলেই।
আজ মহালয়া, গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা ৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ। কলকাতার শোভাবাজার ঘাটে তর্পণের ভিড় উপচে পড়ছে। ভোরের আলো ফোটার আগেই শোভাবাজার ঘাটে বাড়ছে ভিড়। তর্পণ থেকে পূর্ব পুরুষদের পিণ্ডদান, পারলৌকিক ক্রিয়া সেরে নিচ্ছেন সকলেই।