বাংলার মহিলা ঢাকিরা পাড়ি দিচ্ছে সুদূর সুইজারল্যান্ড-এ। UNESCO বাঙালীর দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। এবছর উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে ঢাক বাজাতে সুদূর সুইজারল্যান্ডে পাড়ি দিচ্ছেন দুই মহিলা ঢাকী সহ তিন জন। মছলন্দপুর থেকে রুমা দালাল বিশ্বাস, দিপালী দাস ও তাঁর স্বামী সন্তোষ দাস পাড়ি দেবেন সুইজারল্যান্ডে। খুশির হাওয়া মছলন্দপুরের মহিলা ঢাকিদের মধ্যে। তারা বিশেষ ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে।
বাংলার মহিলা ঢাকিরা পাড়ি দিচ্ছে সুদূর সুইজারল্যান্ড-এ। UNESCO বাঙালীর দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। এবছর উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে ঢাক বাজাতে সুদূর সুইজারল্যান্ডে পাড়ি দিচ্ছেন দুই মহিলা ঢাকী সহ তিন জন। মছলন্দপুর থেকে রুমা দালাল বিশ্বাস, দিপালী দাস ও তাঁর স্বামী সন্তোষ দাস পাড়ি দেবেন সুইজারল্যান্ডে। খুশির হাওয়া মছলন্দপুরের মহিলা ঢাকিদের মধ্যে। তারা বিশেষ ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে।