অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে রীতিমত স্বস্তি গেরুয়া শিবিরে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও রাহুল সিনহারা রীতিমত কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসকে।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে খুশির হাওয়া গেরুয়া শিবিরে | সুকান্ত মজুমদার রীতিমত কটাক্ষ করেছেন তৃণমূল নেতাদের | তিনি বলেন 'বন্যেরা যেমন বনে সুন্দর তেমনই তৃণমূল নেতারা জেলে সুন্দর' | দিলীপ ঘোষ বলেন পিছিয়ে পড়া একটি জেলাকে ক্রমাগত শোষণ করেছে কেষ্ট | পাশাপাশি সিবিআই আর ইডির কাজে যথেষ্ট আশা প্রকাশ করেছেন তিনি | রাহুল সিনহা ও অনুব্রত মণ্ডলের তীব্র সমালোচনা করেছে | তিনি বলেন তৃণমূল নেতাদের জেরা এড়িয়ে বেশি দিন বাইরে ঘুরে বেড়ানোর দিন শেষ হয়েছে |