অভিজিৎ মণ্ডল 'অসুস্থ' হওয়ায় দায়িত্ব সামলাচ্ছিলেন, গ্রেফতারির পর সরকারিভাবে টালা থানার নতুন ওসি মলয় দত্ত

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার শুরু থেকেই টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিজিৎ গ্রেফতার হয়েছেন। তাঁকে জেরা করছে সিবিআই।

Soumya Gangully | Published : Sep 26, 2024 1:09 PM IST / Updated: Sep 26 2024, 07:22 PM IST

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টালা থানার নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মলয় দত্ত। তিনি এর আগে শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি হিসাবে কর্তব্যরত ছিলেন। কিন্তু আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর যখন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, সেই সময় তিনি হঠাৎ 'অসুস্থ' হয়ে পড়েন। সেই পরিস্থিতিতে টালা থানার দায়িত্ব পান মলয়। তাঁকে বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছিল। এবার সরকারিভাবে টালা থানার ওসি হিসেবে দায়িত্ব পেলেন মলয়। বৃহস্পতিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

টালা থানার ভাবমূর্তি ফেরানোর দায়িত্বে মলয়

Latest Videos

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় টালা থানার তৎকালীন ওসি-র ভূমিকা নিয়ে তদন্ত চলছে। আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার তৎকালীন ওসি-র যোগসাজশ ছিল বলে অভিযোগ। বুধবার শিয়ালদা আদালতে সিবিআই-এর পক্ষ থেকে দাবি করা হয়, আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য-প্রমাণ লোপাটের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছিলেন টালা থানার তৎকালীন ওসি। টালা থানাতেই আর জি কর মামলা সংক্রান্ত ভুয়ো নথি বানিয়ে সেগুলি অদল-বদল করা হয়েছিল। সন্দীপ ও অভিজিৎকে জেরা করে এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআই-এর।

টালা থানার ভূমিকা নিয়ে তদন্ত

বুধবার শিয়ালদা আদালতে সিবিআই জানায়, টালা থানার সিসিটিভি ফুটেজ-সহ ডিভিআর, হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই পরীক্ষার রিপোর্ট এলে আরও অনেক তথ্য জানা যাবে। সন্দীপ ও অভিজিতের নার্কো ও পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই। তবে এখনও এ বিষয়ে আদালতের অনুমতি পাওয়া যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

তিলজলায় শিশুর উপর যৌন নির্যাতনের পর খুন, মৃত্যুদণ্ডের রায় আলিপুর আদালতের

আরজি কর কাণ্ডে নতুন মোড়, মোবাইলে থাকা ময়নাতদন্তের ১৫টি ছবিতে কি কাটবে ধোঁয়াশা?

Share this article
click me!

Latest Videos

'আগামী ১৫ মাস ওনাকে ঘুমাতে দেবো না, যা পাপ করেছে ও ধ্বংস হবেই' আরও বড় হুঁশিয়ারি Suvendu Adhikari-র
বাড়ি থেকে বেরোতে হচ্ছে লাঠি নিয়ে! শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীরা | North 24 Parganas News
Suvendu Adhikari | 'মাননীয়া আপনি পালাতে পারবেন না' ভরা সভায় মমতাকে হুঙ্কার দিলেন শুভেন্দু
আবারও থ্রেট কালচারের বিরুদ্ধে সরব জুনিয়ার ডাক্তাররা, দেখুন কী বললেন তাঁরা | RG Kar Junior Doctors
গঙ্গাজল দিয়ে থানার শুদ্ধিকরণ! পুলিশের ব্যর্থতায় সরব বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি | RG Kar Protest