ডিএ মামলায় রাজ্যের হার, 'আবেদনের যৌক্তিকতা নেই '- বলল কলকাতা হাইকোর্ট

মহার্ঘ ভাতা বা ডিএ মামলার রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বহাল রাখল আগের রায় অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়ই। এই নিয়ে তৃতীয় বার ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই।

Saborni Mitra | Published : Sep 22, 2022 6:54 AM IST / Updated: Sep 22 2022, 12:50 PM IST

মহার্ঘ ভাতা বা ডিএ মামলার রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বহাল রাখল আগের রায় অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়ই। এই নিয়ে তৃতীয় বার ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই। তবে কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করছে নবান্ন। 

ডিএ মামলায় রাজ্যের রাজ্যের হার। কলকাতা হাইকোর্টের রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। কারণ রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। দীর্ঘ ৬ বছর ধরে চলছিল ডিএ মামলা।  তবে রাজ্য সরকারি কর্মীরা কবে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন তা নিয়ে রয়েছে সংশয়। কারণ রাজ্য প্রশাসন সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে। 

Latest Videos

রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে, পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করা হচ্ছে না। দীর্ঘ শুনানি শেষের পর কী ভুল রয়েছে তা সংশোধন করা আদালতের কাজ নয়। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বা রায়ই বহাল রেখেছে। পাশাপাশি দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ডিটেল এনকোয়ারি বা স্ক্রটিনি যে আবেদর রাজ্য করেছে তা প্রয়োজন নেই। 

প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মী সংগঠনগুলি দীর্ঘ দিন ধরেই আন্দোলনে নেমেছে। এই নিয়ে অতীতেও মামলা হয়েছে। হাইকোর্টে রাজ্য সরকার মেনে নিয়েছিল ডিএ বা মাহার্ঘ ভাতার যে আর্জি রাজ্য সরকারি কর্মীদের তা ন্যায় সঙ্গত। গত ২০ মে হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যেই বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও রায় মানা হয়নি। আর সেই কারণেই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। এই মামলার শুনানি হবে আগামী ৭ নভেম্বর। 

ভিড়ের ঠেলায় বামেদের ইনসাফ সভার স্থান বদল, আনিস খানের হত্যাকারীদের গ্রেফতারি চাইলেন বৃদ্ধ বাবা

বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের ধরতে জাল বিছাল হাইকোর্ট, সিবিআইকে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

'দুর্নীতি জীবনযাত্রার অঙ্গ হয়ে গেছে', আক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
 

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024