• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

সনিয়া গান্ধীর জায়গায় কি শরদ পওয়ার, ইউপিএ-র অন্দরেও কি ক্ষমতা হারাবে কংগ্রেস - উঠল প্রশ্ন

Dec 11 2020, 12:33 PM IST

২০০৪ সালে কোনও দল বা জোটই এককভাবে সরকার গঠন করার মতো আসন না জেতায়, জাতীয় কংগ্রেস-এর নেতৃত্বে গঠন করা হয়েছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ জোট। তারপর থেকে গত ১৭ বছরে জোটের অনেক সঙ্গীর অদল বদল ঘটেছে। ভারতের রাজনীতিতে হয়েছে অনেক উত্থান-পতন। এর মধ্যে কংগ্রেস সভানেত্রীর পদ ছেড়ে দিলেও, ইউপিএ চেয়ারপার্সনের পদে একটানা থেকে গিয়েছেন সনিয়া গান্ধী। জাতীয় রাজনীতিতে ক্রমশ কংগ্রেসের শক্তি সংকোচনের পর এবার কি তিনি সেই পদও হারাতে চলেছেন? তাঁর পরিবর্তে জোটের নেতা হবেন কি শরদ পওয়ার?

 

Top Stories