• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

মার্কিন নির্বাচনে জয়ী বাইডেন, পেনসিলভানিয়া-তেও পরাজিত ডোনাল্ড ট্রাম্প

Nov 07 2020, 10:12 PM IST

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। এবারের ভোটে দারুণ গুরুত্বপূর্ণ প্রদেশ পেনসিলভানিয়ায় জিতে গেলেন তিনি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০টি ইলেক্টোরাল ভোট এল তার পক্ষে। ফলে ২৭০-এর ম্যাজিক সংখ্যা পার করলেন তিনি। যার ফলে মার্কিন নির্বাচনের ফলাপ দাঁড়ালো জো বাইডেন ২৬৪, ডোনাল্ড ট্রাম্প ২১৪।

ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম রাষ্ট্রপতি হতে চলেছেন জো বাইডেন-ই। তীব্র উত্তেজনাপূর্ণ নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছিল শেষ কয়েকটি রাজ্যে। তারমধ্যে দারুণ গুরুত্বপূর্ণ ছিল পেনসিলভেনিয়া। কারণ এই প্রদেশে জিতলে একসঙ্গে ২০টি ভোট পাওয়া যায়। এই রাজ্যে শুরুতে ডোনাল্ড ট্রাম্পই এগিয়ে ছিলেন। কিন্তু পোস্টাল ব্য়ালট গণনা শুরু হওয়ার পরই ব্যবধান কমাচ্ছিলেন জো বাইডেন। শেষ পর্যন্ত এই রাজ্যটি জিতে তিনি ২৭০ পার করে ২৮৪-তে পৌঁছে গেলেন। পরিসংখ্যান বলছে তিনি এখনো পর্যন্ত ৫০.৬ শতাংশ ভোট পেয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন, ৪৭.৭ শতাংশ।

Top Stories