• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

'ধর্ষণ নয় অনার কিলিং', বিস্ফোরক তত্ত্ব দিলেন নির্ভয়ার পর হাথরস আসামীদের আইনজীবি এপি সিং

Oct 09 2020, 06:38 PM IST

২০১৯ সালের শেষ দিক ও চলতি বছরের শুরুতে আইনজীবী এপি সিং ছিলেন গোটা ভারতের চোখে ভিলেন। নির্ভয়া মামলায় আসামীদের পক্ষে লড়েছিলেন তিনি। তাঁরই আইনি প্রজ্ঞার জোরে দীর্ঘদিন মামলার প্যাঁচে আটকে গিয়েছিল তাদের ফাঁসি। এবার আবার প্রায় একইরকম পরিস্থিতি। উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের এক দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। আরও একবার গোটা দেশে সাড়া ফেলা এক ধর্ষণ মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়িয়েছেন সেই এপি সিং। শুক্রবার এশিয়ানেট নিউজ-কে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এই মামলা সম্পর্কে তাঁর অভিমত, তাঁর প্রস্তুতি - এক কথায় মনের কথা জানিয়েছেন।

 

Top Stories