• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

দিল্লি নির্বাচন ২০২০ Live, প্রায় ৫৬ শতাংশ দিলেন মত, শেষ হল ভোটগ্রহণ

Feb 08 2020, 08:40 AM IST

শনিবার দিল্লি-তে ৭০ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের আপ লড়ছে ২০১৫ সালের পুনরাবৃত্তি ঘটাতে। অন্যদিকে বিজেপির কাছে এটা সম্মানরক্ষার লড়াই। দিল্লি-তে অরবিন্দ কেজরিওযালের সমকক্ষ কোনও নেতা না থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই লড়ছে তারা। নির্বাচনের প্রচারপর্বে তীব্র বিতণ্ডায় জড়িয়েছে দুই দলই। অন্যদিকে কংগ্রেস অনেকটাই যেন হাল ছেড়ে দিয়েছে। এদিন ১.৪৭ কোটিরও বেশি মানুষের হাতে নির্ধারিত হবে ৬৭২ জন প্রার্থীর ভাগ্য। দিল্লি বিধানভা নির্বাচন ২০২০-এর ভোটগ্রহণ পর্বের যাবতীয় LIVE UPDATE পেতে চোখ রাখুন এখানে -

 

Top Stories