• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

মমতা, আব্বাস না বিজেপি - কোথায় যাবে মুসলিম ভোট, বাংলার নির্বাচনে এবার সবথেকে বড় ধাঁধা

Mar 22 2021, 08:13 PM IST

শেষ বার ভারতে জনগণনা হয়েছিল ২০১১ সালে। সেই সময়ের তথ্য অনুসারে বাংলার জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম। গত ১০ বছরের এই সংখ্যাটা আরেকটু বেড়ে ৩০ শতাংশ হয়েছে বলে অনুমান করা হয়। মুসলিম সম্প্রদায়ের ভোট ২০১১ সালের আগে পর্যন্ত বামেদের সঙ্গেই ছিল। তারপর থেকে গত লোকসভা নির্বাচন পর্যন্ত এই ভোট সংঘবদ্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেসের ঘরেই। ভোট দিলেও মমতার কাজে যে মুসলিম সমাজ সন্তুষ্ট, তা কিন্তু বলা যাবে না। এর মধ্যে উত্থান ঘটেছে আব্বাস সিদ্দিকীর আইএসএফ-এর। কাজেই এইবারের ভোটে মুসলিম ভোট কাদের সঙ্গে থাকবে, এই প্রশ্নটা বেশ জটিল হয়ে উঠেছে।

শেষ বাজারে আচমকা মমতার হিন্দুত্বের তাস, নির্বাচনে কতটা সুবিধা দেবে তৃণমূল কংগ্রেসকে

Mar 20 2021, 10:28 PM IST

নির্বাচনের মুখে মমতা বন্দ্য়োপাধ্যায় এখন হিন্দুত্বের তাস খেলছেন, এটা স্পষ্ট। বিজেপির থেকেও তিনি বড় হিন্দু, এটা দেখাতে উঠে পড়ে লেগেছেন। প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়ার পর থেকে তাঁর মুখে আর শোনা যায় না 'দুধেল গরু' (সংখ্যালঘু ভোটব্যাঙ্কের  কথাই বলেছিলেন বলে মনে করা হয়)-র কথা। বরং মঞ্চ থেকে তৃণমূল নেত্রী চন্ডীপাঠ করেন (যদিও অনেকসময়ই ভুল বলেন বলে অভিযোগ বিরোধীদের)। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার থেকে বাদ পড়েছে সংখ্যালঘু উন্নয়নের কথা। প্রার্থী তালিকাতেও মুসলিম প্রার্থীদের শতাংশ হার কমেছে। বরং বেড়েছে তফসিলি প্রার্থীদের সংখ্যা। কিন্তু, এই আচমকা হিন্দুত্ব তাস আসন্ন ভোটে তাঁকে কতটা লাভ এনে দেবে?

 

Top Stories