ফের বদল হল সিদ্ধান্ত। জানান হয়, আইআরসিটিসি-র (IRCTC) কনভিনিয়েন্স ফি-র অর্ধেক যাবে রেলের ঘরে। সোমবার, ১ নভেম্বর থেকে চালু হওয়ার করা ছিল এই নিয়ম। কিন্তু, আজ রেলের সচিব টুইট করে জানালেন, রেলমন্ত্রক আইআরসিটিসি (IRCTC)-র ‘কনভিনিয়েন্স ফি’ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।