• All
  • 3885 NEWS
  • 2645 PHOTOS
  • 57 VIDEOS
6587 Stories by Jayita Chandra

টানা বৃষ্টিতে ভাসল শহর কলকাতা, রাস্তায় জল, যানজট

Aug 17 2019, 01:31 AM IST

গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত। শুক্রবার দুপুর থেকে ভারী বর্ষণের প্রভাবে ভাসল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। শহরের বুকে জল জমে বিপর্যস্ত যান চলাচল, নাজেহাল শহরবাসী। দুপুর থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামে। মুহুর্তে কমে যায় তাপমাত্রার পারদ। সন্ধ্যের পর বৃষ্টির পরিমাণ কম হলেও জল জমে থাকার দরুণ ব্যহত হয় যানচলাচল। আগামী ৪৮ ঘন্টায় একই ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এদিন সন্ধ্যের পর বদলে যায় কলকাতার স্বাভাবিক চিত্র। চলতি বছর বর্ষার মরশুমে এই প্রথম ভারী বর্ষণ হল দক্ষিণবঙ্গে। 

Top Stories