• All
  • 2799 NEWS
  • 170 PHOTOS
  • 43 VIDEOS
3012 Stories by Ritam Talukder

মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধনে বাঁধলেন সুজিত, সংক্রমণ রুখতে মাস্ক-স্যানিটাইজার দিলেন উপহার

Aug 03 2020, 02:31 PM IST

 সোমবার রাখি বন্ধন উৎসব। সংক্রমণের সতর্কতা বজায় রেখেই সকাল থেকে শহর মেতে উঠেছে রাখী বন্ধন উৎসবে। ৮ থেকে ৮০ কে নেই সেই তালিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখি বন্ধন- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোন কে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য।সোমবার রাখি বন্ধন উৎসব। সংক্রমণের সতর্কতা বজায় রেখেই সকাল থেকে শহর মেতে উঠেছে রাখি বন্ধন উৎসবে। ৮ থেকে ৮০ কে নেই সেই তালিকায়। তবে এবার রাখি উৎসবে যোগ দান করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু । স্য়ানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে প্রায় কবজি অবধি রাখী পরলেন।   আর রাখি বন্ধন উৎসবে মিষ্টিমুখ হবে না তাই কখনও হয়। তাই আগে থেকেই বিশাল বড়সড় করেই লাড্ডুর  ব্য়বস্থা হয়েছে। রাখি বন্ধনে  মন্ত্রী সুজিত বসু  মন ভরে সবাইকে লাড্ডু খাওয়ালেন, আর সংক্রমণ রুখতে মাস্ক-স্যানিটাইজার দিলেন উপহার।

Top Stories