লকডাউনে আরও কড়া হাওড়া সিটি পুলিশ। অকারণে বাইরে বেরোলেই কপালে জুটছে অশেষ শাস্তি। কারও জুটছে লাঠির বাড়ি, কেউ আবার শাস্তি পেয়ে কাঁধে সাইকেল নিয়ে ফিরছে। তবে মাস্ক না পরায় একজনকে অভিনব শাস্তি দিল হাওড়া সিটি পুলিশ। মাস্ক না পরার জন্য তাঁকে গেঞ্জি খুলিয়ে সেটাকেই মাস্ক হিসাবে বানিয়ে পরাল হাওড়া পুলিশ।