করোনা রুখতে গোটা বিশ্বে একটানা লকডাউন চলছে। ফের মাসের শুরুতেই বড় ধাক্কা পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। ১ লা আগস্ট থেকেই রদবদল হতে চলেছে একাধিক নিয়মে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের জীবনে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনের ফলে যেমন অনেক জিনিস সস্তা হবে তেমনই কিছু জিনিসের দামও বাড়তে চলেছে। এই রদবদলের মধ্যে রয়েছে, ব্যাঙ্ক লোন, অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স, ইনস্যুরেন্স, প্রধানমন্ত্রীর কৃষি যোজনা সহ একাধিক পরিষেবা। ১ লা আগস্ট থেকেই জারি হতে চলেছে নয়া নিয়ম। দেখে নিন কী কী রয়েছে সেই তালিকায়।