আজ মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভা ঘিরে টানটান উত্তেজনা। শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার তৃণমূল নেত্রীর ওই হাইভোল্টেজ সভা থাকছেন না বলে সূত্রের খবর। সভাস্থলে দাদার অনুগামীরা থাকছেন কিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। মেদিনীপুরের সভা থেকে শুভেন্দুকে নিয়ে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? নাকি শুধু বিরোধীদের রাজনৈতিক আক্রমণ জবাব দেবেন? বর্তমানে রাজ্য রাজনীতির আলোচনাপ কেন্দ্রবিন্দুতে শুভেন্দু। আর তাঁকে ছাড়াই মেদিনীপুরে তৃণমূল নেত্রীর বিশাল জনসভা। সেখান থেকে কী বললেন মমতা। সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক থেকে বিরোধী শিবির।
কলকাতার শ্যামবাজার এলাকার পর হাওড়ার ডোমজুড়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। সোমবার সকালে ডোমজুড়ের শলপ এলাকার বাসিন্দারা দেখেন ৬ নম্বর জাতীয় সড়ক, সলপ বাজার এলাকায় এবং লালবাড়ি এলাকায় পোস্টার পড়েছে।