সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ
কিন্তু, অভিনেতার কাছের লোকজন তা মেনে নিতে পারছেন না
সেই সুরেই সুর মেলালেন পাপ্পু যাদব
জন অধিকার পার্টির প্রধান ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন
বাবাকে বলেছিলেন পাহাড়ে রতে নিয়ে যাবেন
কিন্তু সেই কথা রাখতে পারলেন না সুশান্ত সিং
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন বাবাও
তবে নিকটজনদের কেউই তিনি আত্মঘাতি হয়েছেন বলে মানছেন না
ব্যোমকেশ, বাঙালির বড় আদরের চরিত্র
উত্তমকুমার থেকে আবির, যীশু, অনেকেই ব্যোমকেশ করেছেন
তবে বাঙালির চোখে এখনও লেগে আছে রাজিত কাপুরের অভিনয়
সুশান্ত সিং রাজপুতের একেবারে অন্যরকমের ব্যোমকেশ কেমনাভাবে নিয়েছিল বাঙালি
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোক প্রকাশ শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজ্বল অভিনেতা ছিল বলে মন্তব্য অভিনেতার আত্মার শান্তি কামনা করেন তিনি
বহুদিন ধরে বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আচার আচরণও ইন্ট্রোভার্টের মত। ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খুলতে চাননি তিনি। তখনই মানসিকভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সুশান্ত সিং রাজকুত। সম্ভব ছিল না কারও পক্ষে বোঝা। খুব কম কথার মানুষ ছিল বলেই জানত বন্ধুরা। মানসিক অবসাদ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যারা মানসিক অবসাদে ভোগা মানুষদের পাগল বলে দাবি করে, তারা খুনির মতনই সমান দোষী। ছাত্র হিসেবে বিরল, অভিনেতা হিসেবেও তাই, কীভাবে সুশান্ত ঢোলে পড়লেন মানসিক অবসাদের কোলে।