সংক্ষিপ্ত
- সল্টলেক একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন
- বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশি ছিল ওই ৫ জনের
- বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আসে এফই ব্লকের ওই বাড়িতে
- আক্রান্ত ৫ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে
সল্টলেকে একই পরিবারে বড়সড় সংক্রমণ। করোনায় আক্রান্ত হয়েছেন একই পরিবারের মোট ৫ জন। সম্প্রতি তাঁদের করোনা উপসর্গ দেখা দিতে সন্দেহ হওয়ায় প্রত্য়েকেরই লালারস পরীক্ষায় পাঠানো হয়। এরপর করোনা রিপোর্ট পজিটিভ আসতেই বাড়িতে আসে পুলিশ।
আরও পড়ুন, ফের করোনার সংক্রমণ নবান্নে , করোনা পজিটিভ এক আইএএস অফিসার
সূত্রের খবর, সল্টলেক এফই ব্লকে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে জ্বর -সর্দি -কাশি ছিল ওই ৫ জনের। গত সোমবার ৫ জনের পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার বিকালে রিপোর্টে ৫ জনেরই রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আসে এফ ই ব্লকের ওই বাড়িতে এসে পৌঁছয়। আক্রান্ত ওই ৫ জনকে এখন হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এবং তাঁদের সংস্পর্শে আরও কারা কারা এসেছেন খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন, মমতার সঙ্গে কেন দেখা করতে গেলেন সৌরভ, কী কথা হল দুজনের
রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তারই মধ্যে বিধাননগর এলাকাতেও নিরন্তর করোনা রিপোর্ট পজিটিভ আসছে। একেবারে সামনে থেকে যারা শহরবাসীকে রক্ষা করছেন, সেই করোনা যোদ্ধাদেরও করোনা সংক্রমণ হচ্ছে। ইতিমধ্য়েই বিধানগর উত্তর থানায় তার প্রভাব পড়েছে। সম্প্রতি সল্টলেকে একটি এলাকায় করোনা টেস্ট করতে গিয়ে এক পুর চিকিৎসক জানিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রে উপসর্গবিহীন করোনা পজিটিভ কেস আসছে। তাই আগে থেকে বোঝা সম্ভব না হওয়ার দরুণ রোগীও অনেকের সংস্পর্শে চলে আসছে রিপোর্ট আসার আগেই। তবে সল্টলেকে একই পরিবারে এই ৫ জনের করোনা আক্রান্তের খবরে উদ্বিগ্ন এলাকাবাসী।
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ