সংক্ষিপ্ত

  • কলেজে হস্টেলে হস্তমৈথুন করছিল অভিযুক্ত যুবক 
  • আচমকাই বিষয়টি মহিলা ট্রেনি চিকিৎসকদের চোখে পড়ে 
  • চিৎকার শুনে পালাতে গিয়ে লিফটের দিকে ছোটে  ওই যুবক  
  •   হঠাৎ এক তরুণীকে পেয়ে জোর করে  লিফটে টানার চেষ্টা 
     

ফের শিরোনামে কলকাতা মেডিক্য়াল। এবার  কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে প্রকাশ্যে হস্তমৈথুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হন চিকিৎসকরা। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

 

 

আরও পড়ুন, বিয়ে হওয়ার কথা ছিল তরুণীর সঙ্গে অভিষেকের, আনন্দপুরকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য


জানা গিয়েছে, মঙ্গলবার কলেজে হস্টেলের থার্ড ফ্লোরে হস্তমৈথুন করছিল অভিযুক্ত যুবক। হস্টেলের ওই ফ্লোরেই বিভিন্ন বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট মহিলা ট্রেনি চিকিৎসকরা থাকেন।  আচমকাই বিষয়টি তাঁদের নজরে পড়ে। শিউরে ওঠেন তাঁরা। শুরু করেন চিৎকার।  চিৎকার শুনে পালাতে গিয়ে লিফটের দিকে ছোটে  ওই যুবক। এদিকে ওই অবস্থায় তখন লিফটের পাশে দাঁড়িয়েছিলেন  পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এক মহিলা চিকিৎসক। অভিযোগ ওঠে, ওই মহিলাকে জোর করে লিফটে নিয়ে যাওয়ার চেষ্টা করে করে অভিযুক্ত যুবক।  আর্তনাদ পেয়ে বাকি চিকিৎসকরা গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপরই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  গ্রেফতার করেছে তাকে পুলিশ। 

 

 

আরও পড়ুন, আলো নিভলেই আঙুলে-আঙুল, একাধিক নারীসঙ্গ পেতে অপহরণের ফাঁদ তথ্য প্রযুক্তির কর্মীর


অপরদিকে, প্রশ্ন উঠেছে ওই যুবকের পরিচয় নিয়ে।  কীভাবে সে পৌঁছেছিল মেডিক্যাল কলেজের হস্টেলের থার্ড ফ্লোরে। নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। উল্লেখ্য, সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলের এক ছাত্রী হাসপাতালের চিকিৎসকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ উঠেছিল। আর মাস ঘুরতে না ঘুরতেই আবার অশ্লীল ঘটনা ঘটল।

 

আরও পড়ুন, রাজ্য়ে একদিনে তিন হাজারের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা ৫৭

 

 করোনা সতর্কতায় মাস্কের ব্য়বহার জানতে দেখুন ভিডিও....

"
  

        

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা