সংক্ষিপ্ত
- বিধান নগর পৌর নিগম এলাকায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
- করোনা নিয়ে সচেতন করতে এগিয়ে এল বিধাননগর কর্পোরেশন
- 'আইন করে সব সময় সব কিছু হয় না', বললেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী
- 'আমাদের কোথাও সমন্বয়ের অভাব হচ্ছে', বলেন শিবব্রত বন্দ্য়োপাধ্যায়
শুভজিৎ পুততুন্ডঃ- বিধান নগর পৌর নিগম এলাকায় দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা নিয়ে বিধাননগরবাসীকে সচেতন করতে এগিয়ে এল বিধাননগর কর্পোরেশন। এই সময় কি করা উচিত কি করা উচিত নয় সেই বিষয় সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশিষ্ট ডাক্তারদের মতামত পৌঁছে দেওয়া হল বিধান নগর বাসীদের কাছে।
আরও পড়ুন, লাগাম ছাড়া ভিড় বিক্রমগড় বাজারে, সিল করে স্যানিটাইজ করল কলকাতা পুরসভা
বিধাননগর কর্পোরেশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার শ্যামাসিস ব্যানার্জী, সৃজিত ঘোষ ও শিবব্রত ব্যানার্জী।উপস্থিত ছিলেন বিধান নগর পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র চেয়ারপারসন ও কয়েকজন কাউন্সিলর।এই ডাক্তার দের বক্তব্য কাউন্সিলর দের কাছে পাঠানো হবে তাদের এলাকার জন্য। শ্যামাসিস ব্যানার্জী বলেন, 'এই মুহূর্তে মানুষের প্রধান কাজ যাদের দরকার নেই তাদের বাড়ির বাইরে না বেরোনো। যাদের দরকার, তাঁরা মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে বাইরে বেরোন। তবে সেভ ডিস্টেন্স বজায় রাখা উচিত।' পাশপাশি শিবব্রত বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন,'রিপোর্ট আসতে দেরি হচ্ছে, তার কারণ আমাদের কোথাও কোথাও সমন্বয়ের অভাব হচ্ছে । আমরা যখন আরটি-পিসিআর এর ফর্ম ফিলাপ করি তখন একটা ওটিপি রোগীর কাছে যায়। কিন্তু বিভিন্ন কারণে রোগীর কাছ থেকে আমাদের পেতে অসুবিধা হয়। সেই সময় এই মেথডটাকে আমরা স্কিপ করি। এই মেথডটি স্কিপ করলে রোগীর কমিউনিকেশন করতে অসুবিধা হয়। সেই জন্য রিপোর্ট আসার পরে তাদের কাছে যেতে সময় লেগে যাচ্ছে। আমি বিশ্বাস করি না মারধর করে ফাইন করে খুব বেশি কিছু করা যায়।'
আরও পড়ুন, অস্ত্রোপচারের আগেই করোনা পজিটিভ, অন্য় হাসপাতালে নিতে গিয়েই দুধের শিশুর মৃত্যু কলকাতায়
অপরদিকে, মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন,'আবদার-আদর-ভালোবাসা দিয়ে আপন করতে পারব আমাদের বিধান নগর, এটা আমার বিশ্বাস। আইন করে সব সময় সব কিছু হয় না। আমি বিশ্বাস করি ভালোবাসা- আবদার -অভিজ্ঞতা কাজ দেয়। লকডাউন আমরা বাড়াতে পারি না, স্বাস্থ্য দফতর- পুলিশ তারা দেখে যদি মনে করেন বারবার প্রয়োজন , তবে বাড়তে পারে।'
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
করোনা আক্রান্ত আরও ১৯ ব্য়াঙ্ক কর্মী, ট্রেনিং সেন্টারকে কোয়ারেন্টিন কেন্দ্র করার প্রস্তাব
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের